রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ২৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিজান আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার ইউসুফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার শ্রীখন্ডী মাস্টারপাড়া আফজালের মোড় এলাকার রুপচাঁন আলীর ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে চারঘাট থানার ইউসূফপুর ইউনিয়নের শ্রখন্ডী মাস্টারপাড়া গ্রামস্থ আফজালের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ১ জন ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই ঘটনাস্থল পাঁকা রাস্তার উপর র্যাবের টিম পৌছালে ১ জন ব্যক্তি বস্তাসহ পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী মিজান আলীকে ঘটনাস্থলেই আটক করে।
তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে র্যাব তা জানায়।