1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন

দামুড়হুদা লোকনাথপুরের মাঝের পাড়ায় চলছে ভূমি দস্যু “লিপু শাহে্র” মাটি কাটার মহাউৎসব

মোঃ সাকিব হাসান/ এমডি আরিফ:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯ বার নিউজটি পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার লোকনাথপুর মাঝের পাড়ায় বেলে মাঠে চলছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু লিপু

শাহের নেতৃত্বে আবাদি জমি নস্টের মহা কর্মযজ্ঞ। অনুসন্ধানে জানা গেছে দামুড়হুদা উপজেলার লোকনাথ পুর মাঝের পাড়ায় দিবালোকে এলাকার চিহ্নিত ভূমিদস্যু( লিপু শাহ্
দীর্ঘদিন ধরে আবাদি জমি থেকে ভেকু মেশিন দিয়ে শত শত বিঘা আবাদি জমি নস্ট করে হাজার হাজার গাড়ি বালি মাটি বিভিন্ন ভাটায় পাচার করছে। এবিষয়ে এলাকাবাসী এই প্রতিবেদকে, বলেন লিপু শাহ্ এলাকার প্রভাবশালী দাপুটে ব্যাক্তি সে সরকারি আইনকে
বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আবাদি জমি থেকে মাটি কেটে টাক্টরে করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে
দানব টাক্টরের কারনে আমরা রাস্তায় বের হতে ভয় পাচ্ছি আমাদের বাচ্চারাও রাস্তা দিয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে যে কোন সময় এই টাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। উক্ত এলাকার একজন স্কুল শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন আমাদের কোমলমতি শিক্ষার্থীরা লিপু শাহের মাটি বালি ভর্তি টাক্টরের কারনে স্কুলে আসতে ভয় পাচ্ছে পাশাপাশি স্কুলের পাশ দিয়ে বালি মাটির গাড়ি যাওয়ার কারনে ক্লাস চলাকালীন অবস্থায় বিকট শব্দ ও ধুলাবালি ক্লাস রুমে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠদানে চরমভাবে অসুবিধা হচ্ছে এভাবে যদি চলতে থাকে তবে
স্কুলে শিক্ষার্থী উপস্থিতির হার অনেক কমে যাবে
তিনি এই প্রতিবেদনের মাধ্যমে মাটি পরিবহন বন্ধের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে। এই বিষয়ে লিপু শাহের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আমার জমি
আমি কাটবো তাতে আপনাদের কি? যদি এই নিয়ে কোন সাংবাদিক লেখালেখি করে তাকে টাক্টরের চাকায় পিশে দেব উপর লেভেলে আমার অনেক আত্মীয় স্বজন আছে আমার মাটি কাটা কেউ বন্ধ করতে পারবেনা। তার এই
ভয়ংকর কথা শুনে উক্ত প্রতিবেদক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনারকে উক্ত বিষয় জানালে তিনি বলেন কেউ যদি আঈন অমান্য করে তবে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

এমতাবস্থায় এলাকাবাসী ও সুশীল সমাজ
এই ভুমিদস্যুর মহা কর্মযজ্ঞ বন্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষের তড়িৎ পদক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel