রাজশাহীর জেলার চারঘাটে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও মাদকসহ ১ জন কে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধার দিকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। শনিবার গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় জেলা ডিবির ওসি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকার ও এসআই ইনামুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি সন্ধার দিকে চারঘাট মোক্তারপুর গ্রামে বাক্কারের ছেলে মাসুদ রানা (৩৩) বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ।
এসময় মাসুদ রানার বাড়ির পাকা ছাদ বিশিষ্ট বসত বাড়ীর শয়ন ঘরের ভিতরে থেকে একটি ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আটক আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। চারঘাট এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যহত রয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।