1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

আলমডাঙ্গার প্রয়াত কবি আ,ফ,ম সিরাজ সামজী’র স্মরণ সভায়,মরনত্তর সম্মাননা প্রদান

আলমডাঙ্গা অফিসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ বার নিউজটি পড়া হয়েছে

আলমডাঙ্গা ফরিদপুর সিরাজ নগরে প্রয়াত কবি আ,ফ,ম সিরাজ সামজী’র স্মরণ সভা,অনুষ্টিত হয়েছে।গতকাল ১১ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী সিরাজ নগরে কবির মাজার প্রাঙ্গণের পাশে তার স্বপ্নের বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয়,মাদ্রাসার পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আহবায়ক কমিটির আহবায়ক কবি হামিদুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি খন্দকার নজমুল হেলাল।তিনি বলেন কবি আ,ফ,ম সিরাজি ছিলেন আপাদ মস্তক কবি,সাদা মনের মানুষ,আলমডাঙ্গা লেখক সমাজে তার অভাব পুরন হবার নয়,চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের যে কোন অনুষ্টানে তার উপস্থিতি ছিল নজর কাড়ার মত,সম্প্রতি ঢাকা বাংলা একাডেমীর আয়োজনে কবি সিরাজ সামজি তার বাবরি চুল দুলিয়ে আলোচনা ও আবৃতি করেন,তিনি যেখানেই বক্তব্য দিত সেখানেই বাংলা ভাষা গবেষনা গার প্রতিষ্টার দাবি জানাতেন,শুধু তাই নয় তার চাকরী জীবনের পেনশনের সমস্ত টাকা দিয়ে এই জায়গা খরিদ করে বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয়, ভাষা গবেষনাগার নামে রেজিষ্ট্রি করে দেন।,আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। যুগ্ম আহবায়ক কবি আবুল কাশেম ও কবি আসিফ জাহানের উপস্থাপনায় স্বরন সভার শুরুতে কোরান তেলোয়াত করেন,হাফেজ মমিনুল ইসলাম ।মঞ্চে আসন গ্রহন করেন জেলা লেখক সংঘের সভাপতি কবি ডাঃ সাহিনুর হাইদার,আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার,চুয়াডাঙ্গা লেখক সংঘের সাধারন সম্পাদক,আবুল কালাম আজাদ,হোটবোয়ালিয়া সংকেত পত্রিকার সম্পাদক কুরবান আলী মন্ডল,গাংনীর কবি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু।এছাড়াও উপস্থিত ছিলেন,দামুড়হুদা সাহিত্য পরিষদের সম্পাদক কবি আব্দুল আলীম,কবি গোলাম রহমান চৌধুরি,কবি হাবিবুর রহমান,কবি ডাঃ জাকারিয়া আলম,মনিরুজ্জামান,মিম্মা আক্তার মিতা,কবি আব্দুল খালেক,কবি জাহাঙ্গির,কবি অহর আলী,কুর্ষা গ্রামের কাজী নজরুল একাডেমীর সদস্য জামাল হোসেন,মোঃ কারিবুল,মোঃ বাপ্পি মিয়া,প্রয়াত কবি সিরাজ সামজির ভাই বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক ফজলুল হক,একরামুল হক,শহিদুল হক,বড় জামাতা আনিছুল হক,শরিয়তুল্লাহ,কবি আলতাব হোসেন,কবি ডাঃ নাশির উদ্দিন,কবি মেহেদী হাসান,জীবন নগরের কবি মিম্মা সুলতানা,মাইমুনা,আসফিয়া আক্তার মালা,হোসেন মোশারফ,মাসুমা খাতুন,মওঃ মনিরুজ্জামান,প্রমুখ।সভায় দোয়া পরিচালনা করেন সহকারি অধ্যাপক আব্দুর রহিম।অনুষ্টান শেষে কবি পত্নির হাতে কবি সিরাজ সামজির নামে মরনত্তর সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উল্লেখ্য আলমডাঙ্গার কৃতি সন্তান কবি আ,ফ,ম সিরাজ সামজী গত ২২ জানুয়ারি রবিবার সকালে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।তিনি ফরিদপুর গ্রামের মৃত সামছদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। অসংখ্য কবিতা লিখেছেন ও ৮টি বই প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel