বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় স্হানীয় দৈনিক বাংলার দিন পত্রিকার অফিস্হ অস্থায়ী কার্যালয়ে ফোরাম’র সভাপতি বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দুরুদ আহমদের সঞ্চালনায় আলোচনা করেন উপদেষ্টা ড. আবু তাহের, সিনিয়র সাংবাদিক শ.ই. সরকার জবলু, কবি স’লিপক, মোঃ মোনায়েম খাঁন, মোঃ শফিকুর রহমান, মোঃ তাজুদুর রহমান, মোঃ আব্দুস সালাম, বুলবুল খান, মোঃ রোমান আহমদ, এস এম কাইয়ুম সুলতান, রুমেল আহমদ, মামুনুর রহমান চৌধুরী, মেরাজ আলী প্রমুখ।
সভায় ফোরাম থেকে আগামী ২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) শ্রীমঙ্গলের মোজাফরাবাদ এম আর খাঁন চা বাগানে বনভোজনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সকল ৮টায় ফোরামের অস্থায়ী কার্যালয়ের সম্মুখ হতে গাড়ীযোগে যাত্রা, ফোরামের টি শার্ট তৈরী, দুপুরের খাবারের ব্যবস্থা, বিভিন্ন ইভেন্ট ও পুরস্কার বিতরণ সহ প্রাসঙ্গিক নানান বিষয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
বনভোজনকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ড. আবু তাহের, বকসি ইকবাল আহমদ ও এম. মছব্বির আলীকে নিয়ে সার্বিক ব্যবস্থাপনা উপ-কমিটি, মোঃ মোনায়েম খান, বুলবুল খান, রুমেল আহমদ ও স’লিপকে নিয়ে খাবার ব্যবস্থাপনা ও পরিবেশনা উপ-কমিটি এবং দুরুদ আহমদ, মোঃ রুমান আহমদ, সেকুল ইসলাম তালুকদার ও কাইয়ুম ইসলামকে নিয়ে পুরস্কার বিতরণী উপ-কমিটি গঠন করা হয়।