রাজশাহীতে বরই গাছে ঢিল মারাকে কেন্দ্র করে কাজেম আলী বিদ্যুৎ (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ঘুনের ঘটনায় প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় মহানগরীর চন্দ্রিমা থানাধিন মুশরইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী বৌ-বাজার এলাকার মৃত আজম আলী ছেলে মোঃ নাসিম (২২) ও শাহমখদুম থানাধিন পবা নতুনপাড়া (গাংপাড়া) এলাকার মৃত সাজ্জাদের ছেলে শুভ (২০)।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে বরই পাড়তে গাছে ঢিল ছুরছিলো আকাশ, নাসিম ও শুভ নামের তিন যুবক। সেই ঢিল গিয়ে পড়ে বাড়ির টিনে। এ সময় বাড়ি থেকে বের হয়ে বিদ্যুৎ তাদের ঢিল মারতে নিষেধ করেন। এতে তারা ক্ষুদ্ধ হয়ে দেওয়াল টপকে বাড়িতে ঢুকে বিদ্যুৎকে মারধর করে আসামী আকাশ, নাসিম ও শুভ। এক পর্যায়ে নাসিম ছুরি বেরকরে বিদ্যুৎতের বুকের বাম পাজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা রামেক হাসপাতালে নিয়ে যাবার পথে বিদ্যুৎ মারা যায়।
এ ঘটনায় নিহতের ছোট বোন মোসাঃ মৌসুমি খাতুন বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০১, তাং-০২/০২/২০২৩। মামলায় আকাশ, নাসিম ও শুভ তিনজনতে আসামী করা হয়।
এজাহার দায়ের পর চন্দ্রিমা থানার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পাভেজের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রধান আসামী নাসিম ও শুভকে গ্রেফতার করেন। অপর আসামী আকাশকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি।