দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) ইকবাল আহম্মেদ, এসআই (নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর স্কুলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রিপন ডেকোরেটরের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ২৭ জানুয়ারি খ্রিঃ তারিখ রাত্র আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় ২৮ (আটাশ) বোতল ফেন্সিডিল ও ১টি পুরাতন বাইসাইকেল সহ ধৃত আসামী ১। মোঃ মুর্শিদ (২০), পিতা-আব্দুল হান্নান, সাং-ছয়ঘরিয়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত থেকে উদ্ধার করেন।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।