ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত অদ্য ২৩ জানুয়ারী ১২ টার সময় সকল ইউনিট প্রধানগণের সাথে মাসিক অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্তে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বলেন পুলিশের সেবা প্রদানের মূল কেন্দ্র থানা। থানায় আগত সেবা প্রত্যাশীদের সমস্যা সহানুভূতির সাথে বিবেচনা করে যথাযথ আইনি সহায়তা প্রদানের জন্য মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এক্ষেত্রে তদারকি বাড়ানো ও অপরাধ পরিসংখ্যান এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগনদের নির্দেশনা দেন। সভায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধানগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
উক্ত ভার্চুয়ালি কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মুন্না বিশ্বাস, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), ডিআইও-(১), সকল অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।