তীব্র শীতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণেব পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি অনুমানিক ২ টার সময় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের আয়োজনে অত্র পৌরসভা এলাকায় দায়িত্বরত রাত্রিকালীন সকল নাইট গার্ডের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা , মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ওলিউল্লাহ, টিআই (প্রশাসন), মোঃ মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, হোসেন আল মাহাব্বুব, ইনচার্জ, সদর ফাঁড়ি সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
এ জাতীয় আরো খবর ....