চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে হোগলডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন হোগলডাঙ্গা গ্রামস্থ ছালাভরা মাঠ মন্টুর চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে ২০ জানুয়ারি বেলা আনুমানিক ৩ টা ১৫ মিনিটের সময় ৪০ (চল্লিশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী ১। মোঃ নাজমুল হক (২৭), পিং-আজিজুল হক, সাং-হাকিমপুর,থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।