আগামী ২৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সারাদেশে “কথা দিলাম” চলচ্চিত্রে, পরিচালক রকিবুল আলম রাকিব,
প্রযোজিতঃবিডি 29 মাল্টিমিডিয়া, প্রযেজোকঃজসিম উদ্দিন আকাশ,
মূল চরিত্রে জামশেদ শামীম ও সাবরিনা সুলতানা কেয়া,
সিরিন আলম সহ অনেকে।
এই চলচ্চিত্রের সাথী চরিত্রে দেখা যাচ্ছে তাহমিনা মোনা কে চলচ্চিত্রটিতে সাথি চরিত্র টার ভুমিকা অন্যতম।
****বর্তমানে মোনার ব্যাস্ততা “বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইন্সটিটিউট” এ ৬ষ্ঠ অভিনয় কোর্স নিয়ে, এই কোর্সটি তথ্য মন্ত্রণালয়ের অধিনে
ও টিএসসি আবৃত্তি একাডেমি ‘র কোর্স নিয়ে ব্যস্ত সময় পার করছে।