রাজশাহী জেলার পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের তালুকধর্মপুর এলাকায় রাতের আঁধারে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের সময় ১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার এর নেতৃত্বে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় কর্ণহার থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় এক্সভেটর (মাটিকাটা) মেশিনটি জব্দ করা হয়েছে ও এর চালককে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকার মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ ওয়ালিদ (২০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।
ঘটনার বিবরণে জানা যায় হুজুরিপাড়া ইউনিয়নের তালুকধর্মপুর বিলে অবৈধ ভাবে রাতের আঁধারে পুকুর খনন করছিল ভূমি দস্যুরা। প্রশাসনের অনুমতি না নিয়ে রাজনৈতিক ছত্রছায়া ব্যাবহার করে এবং প্রভাবশালী ব্যাক্তির নির্দেশে এগুলো পুকুর খনন করা হচ্ছে । এই বিলে বছরে ৩টি করে আবাদ হয়।
এ বিষয়ে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযান অব্যহত থাকবে।