মঙ্গলবার ১০ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় হবিগঞ্জ বন বিভাগের গুরুত্বপূর্ণ কলেঙ্গা রেঞ্জের রেমা বীটের সেবা টিলা ফরেস্ট ক্যাম্পে একদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে মুল্যবান সম্পদ লুট করেছে এবং অগ্নিসংযোগ করে কৌশলে সটকে পড়ছে। এই বিষয়ে কালেঙ্গা রেঞ্জ অফিসার মোঃ খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্রাইম নিউজ টোয়েন্টিফোর কে জানান বন বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তর দেশের সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বন বিভাগ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে এবং একই সাথে বন বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে। কিন্তু এত কিছুর পরেও পুরস্কারের বদলে আমরা তিরস্কারই
বেশী পাচ্ছি। অগ্নিকান্ডের বিষয়ে জানতে চাইলে
তিনি বলেন এই অফিসে সব স্টাফদের প্রয়োজনীয় কাগজ, সার্টিফিকেট,আইডি কার্ড,নিয়োগপত্র, ইউনিফর্ম ও সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল সব মিলিয়ে ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। হামলা কারিদের বিষয়ে তিনি বলেন আমরা এই পর্যন্ত ৯ জনকে সনাক্ত করতে পেরেছি এরা হলোঃ(১) সুবেল গং পিতাঃমো আবুল মিয়া,(২)জুরেল মিয়া পিতাঃ মৃত মাহমুদ হোসেন,( ৩)মোঃ আহাদ পিতা-মৃত রশিদ মিয়া,(৪)সবুজ মিঞা পিতা কুদ্দুস,(৫)ফয়সাল মিয়া, পিতা মোঃ মফিল মিয়া,(৬)আব্দুর রউফ পিতাঃ দুধা মিয়া,(৭)রাসেল মিয়া পিতাঃজানু মিয়া,
(৮) মোঃ শাহিন মিয়া পিতাঃ মহিদুল্লা,(৯) মোঃ তোফাজ্জেল।
সকলের থানা চুনারুঘাট জেলা হবিগঞ্জ এ বিষয়ে টুনারঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন।
কলেঙ্গা রেঞ্জ অফিসার মোঃ খলিলুর রহমান আসামিদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।