শুক্রবার (৬ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩০ পিছ ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডের মাশাল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করেন।
এসময় আনোয়ারের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।