রাজশাহী জেলার তানোর থানা এলাকায় হেরোইন ও ইয়াবাসহ মিন্টু (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে তানোর গোল্লাপাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর পুত্র। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারনকৃতকে জেল হাজতে প্রররণ করা হয়েছে।
মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ১৬ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ২৯ হাজার ২শ’ টাকাসহ গ্রেপ্তার করেন।
এ বিষয়ে তানোর থানার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত মিন্টু বিভিন্ন এলাকায় ফেরি করে হেরোইনের বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।