২০২২ সালের এসএসসি রেজাল্টের ভিত্তিতে এসএসসি বৃত্তির ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
প্রতি বছরের মত এবারো আলমডাঙ্গা একাডেমি তার সাফল্য ধরে রেখেছে। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ১৭ জন বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে ৪ জন তারা হলেন, হামিম রেজা, জুবায়ের আহমেদ, আতিকুর রহমান নাভিদ ও রাতুল ইসলাম। ও সাধারণ গ্রেডে ১৩ জন তারা হলেন মোহাম্মদ মাহফুজ হোসেন, সাবিত রিদওয়ান অংকিত, মোস্তফা বশির পিয়াল, আদনান সামি, মোহাম্মদ সুলতান মাহমুদ, মাহবুব হাসান নোমান, মোহাম্মদ শাহিদ ইসলাম আরিফ, মোঃ শোয়াইব হোসাইন, শাহরিয়ার রিফাত, নানজিবা রাইসা সিন্থিয়া, তাফিয়া নুর, নুসরাত জারিন পুষ্প, রাইসা রায়হানা। তাদের এই সাফল্যের জন্য আলমডাঙ্গা একাডেমী ও আলএকরা একাডেমির অভিভাবকগণ ও ম্যানেজিং কমিটির সকল সদস্য শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে আলএকরা একাডেমির পরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও আলমডাঙ্গা একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হককে এই সাফল্যের পিছনে পরিশ্রমের জন্য অভিনন্দন সহ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।