1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন মৌলভীবাজারে বিএনপি নেতা গাজী মারুফের জানাজা সম্পন্ন  গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারী নির্যাতন: ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার ‎গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল পেলেন ৩শ দুস্থ অসহায় মানুষ বিএনপি  যোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে কর্মী সভা গাইবান্ধায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে আখ চাষিরা গুড় তৈরিতে ব্যস্ত মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য  মারুফ’র মৃত্যুতে মহাসচিব এর শোকবার্তা চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন মৌলভীবাজারে  পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২

রামুতে সারমিত্র মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

সোয়েব সাঈদ, রামু কক্সবাজার প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৮৬ বার নিউজটি পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ, বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহষ্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২ টায় বিহার প্রাঙ্গন থেকে শোভাযাত্রার দুইদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ময়ুরপঙ্খি সাজে সজ্জিত গাড়িতে সারমিত্র মহাথেরো’র শবদেহ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি রামু বাইপাস সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রামুর লাল চিং-মৈত্রী বিহার হয়ে শোভাযাত্রাটি প্রজ্ঞানন্দ বন বিহারে শেষ হয়।
প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি করুনাশ্রী মহাথেরো ও উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া জানান- বৃহষ্পতিবার ভোরে বুদ্ধপূজা, অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, আলংনৃত্য এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রথম দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার (আজ) সমাপনী দিনে স্মৃতিচারণ ও ধর্মসভা, আলংনৃত্য, বুদ্ধকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির মাধ্যমে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হবে। দুইদিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানকে ঘিরে রামুর বিভিন্ন বৌদ্ধ বিহার ও গ্রামে গ্রামে চলছে উৎসব আমেজ।

বৃহষ্পতিবার শোভাযাত্রার পূর্বে দুইদিনের আনুষ্ঠানিকতা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা বিজয় রক্ষিত মহাথেরো, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারি তরুন বড়–য়া, সভাপতি করুনাশ্রী মহাথেরো, প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ শীলমিত্র মহথেরো, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, প্রজ্ঞামিত্র বন বিহারের সাধারণ সম্পাদক টিটু বড়–য়া, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিপন বড়–য়া।

আয়োজকরা জানান- শুক্রবার (আজ) প্রয়াত সারমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন- কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রধান আলোচক থাকবেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। মূখ্য আলোচক থাকবেন- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি- ব্যারিস্টার প্রশান্ত ভ‚ষণ বড়–য়া।

উল্লেখ্য ভদন্ত সারমিত্র মহাথেরো গত ১৯ এপ্রিল পরলোক গমন করেন। তিনি মৈত্রী প্রদীপ প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথেরো’র সুযোগ্য উত্তরসূরি ও প্রথম শিষ্য, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, রামু আর্য্যবংশ ভিক্ষু সংস্থার ঊর্ধ্বতন সহ-সভাপতি, প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির সভাপতি, বিচিত্র ধর্মকথিক, সম্প্রীতি বান্ধব একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel