নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। ( ৫ জানুয়ারি) বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এই সভা হয়।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরন সভায় সভাপতিত্ব করেন ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হিমায়েত হুসাইন ফারুক,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা , এইচ এম বদরুজ্জামান, এসময় ইউনিয়ন পরিষদের সদস্য সহ বিভিন্ন এলাকার ঘের মালিক ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।