উপমহাদেশের সর্ব বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এ সংগঠনটির জন্ম হয়। আলমডাঙ্গা উপজেলা,পৌর ও কলেজ ছাত্র লীগের আয়োজনে পালিত হয়েছে।
গতকাল বুধবার (৪জানুয়ারী) সকাল আটটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, ছাত্র লীগ নেতা আব্দুল্লাহ আল হুসাইন বাদশা,টিটন,ইচানুর কবির,হাসানুজ্জামান, সজিব,রকি,সাকিব,আলম, মসিউর, তপু,সাকিল, অটাল,পলাশ,আসিফ, হাসান।
সকাল সাড়ে আটটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকাল চারটায় আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বাংলাদেশ ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে আলমডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, স্বপন, উৎপল, আশরাফুল হক বাবু, সাবেক পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক নয়ন সরকার, সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি আশরাফুল হক, ছাত্র লীগ নেতা আব্দুল্লাহ আল হুসাইন বাদশা,টিটন,ইচানুর কবির,হাসানুজ্জামান, সজিব,রকি,সাকিব,আলম, মসিউর, তপু,সাকিল, অটাল,পলাশ,আসিফ, হাসান,সহ উপজেলা ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ।
সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।