সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার ছিল ৬১৭ জন। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন মোট ৫ জন প্রার্থী। এদের মধ্যে বিজয়ী হয়েছেন সাংবাদিক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহীন, মো. এরশাদ আকন্দ, মো. আমিনুল হক নয়ন, মো. আবু শাহিদ। মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন ধর্মপাশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
এ জাতীয় আরো খবর ....