রামু উপজেলার দূর্গম পাহাড়ী জনপদ ডাকভাঙ্গা ও মৈষকুম গ্রামে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ শিক্ষা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন এর দাতা সংস্থা বেলজিয়াম বাংলাবাড়ি’র প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন- লুক ড্যাসি মেকার ও রিক ক্লারিল।
সোমবার, ২ জানুয়ারি দিনব্যাপী প্রতিনিধি দলটি ডাকভাঙ্গা বাংলাদেশ এর এরিয়া অফিস, প্রধান কার্যালয়, ডাকভাঙ্গা বাংলাদেশ কর্তৃক পরিচালিত রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়, ভিলেজারপাড়া রওশন সরওয়ার ফিডার স্কুল ও কচ্ছপিয়া ইউনিয়নের ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
প্রতিনিধি দলটি ডাকভাঙ্গা বাংলাদেশ পরিচালিত এসব স্কুলের লিটল ডক্টরস, ম্যারিড গার্লস স্কীলস প্রোগ্রাম, স্কুলের শিক্ষা কার্যক্রম চাইল্ড ক্লাব এক্টিভিটিস এর আওতায় পরিচালিত চিত্রাংকন, নৃত্য, গান, আবৃত্তিসহ নানা সৃষ্টিশীল কর্মকান্ড উপভোগ করেন।
এসময় ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রি-প্রেজেন্টেটিভি মো. মাসুম বিল্লাহ খাঁন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম রব্বানী খাঁন, রামু প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভ‚ট্টো, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি, সাবেক ইউপি সদস্য আবদু শুক্কুর, প্রধান শিক্ষক আবুল কালাম, সদস্য আবদুল আজিজ, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরেফা আকতার সহ দুই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলজিয়াম প্রতিনিধি দলটি ডাকভাঙ্গা বাংলাদেশ এর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে সংস্থার কান্ট্রি রি-প্রেজেন্টেটিভি মো. মাসুম বিল্লাহ খাঁন সকল কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।