সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। ফলে বিপাকে পড়ছে এলাকার শ্রমজীবী মানুষগুলো, আজ মঙ্গলবার সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা শহরসহ আশপাশের অঞ্চলগুলো কুয়াশাচ্ছন্ন রয়েছে।
এই জেলায় কয়েক ফুট দূরের দৃশ্যও চোখে পড়ছে না। ঘন কুয়াশায় ঢেকে গেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ জেলার সব রুট।,
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, কুয়াশায় ঢেকে গেছে মহাসড়কগুলো। তবে যানবাহনের চাপ কম থাকায় সমস্যাও নেই।
তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান,সিরাজগঞ্জ নদী ও বিল অঞ্চল হওয়ায় ঘন কুয়াশা একটু বেশি থাকে। কুয়াশার কারণে ঠান্ডা বাতাস বইছে, তবে সেটা শৈত্যপ্রবাহ নয়। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলিসিয়াসের নিচে নেমে এলে তাকে শৈত্যপ্রবাহ বলা যাবে।
তিনি বলেন,আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে। কয়েক দিন ১০ থেকে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করার সম্ভাবনা রয়েছে।,