চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের দিক-নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) সুমন্ত বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রামনগর মোঃ পাপন হোসেনের মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২ জানুয়ারী সোমবার বেলা ১ টা ৪০ মিনিটে নিষিদ্ধ ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোটরসাইকেল সহ ধৃত আসামী ১। মোঃ আলমগীর হোসেন (৩৮), পিতা-মৃতঃ নুহু নবী, মাতা-জাহানারা খাতুন, ২। মোঃ নাসির উদ্দিন (৫২), পিতা-মৃতঃ আলী আহাম্মদ, মাতা-মোছাঃ আমেনা খাতুন, উভয় সাং-কুড়ুলগাছি (পূর্বপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের হেফাজত থেকে উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে নিশ্চিত করেছে।