আলমডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মৌলভী আবুল কাশের মাতা বার্ধ্ক্যজনিত করনে ইন্তেকাল করেছেন।২রা জানুয়ারি সকাল সাড়ে ৭ টার দিকে তার নিজ বাড়ী কুষ্টিয়া গোশ্বামী দুর্গাপুর ইউনিয়নের গাংদী গ্রমে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি—– রাজিউন)।জানাগেছে বেশ কিছুদিন থেকে তিনি বাধ্যক্য জনিত রোগে ভূগছিলেন।গতকাল সোমবার সকালের দিকে হ্নদ রোগে আক্রন্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে বয়স হয়েছিল (৯৫)।গতকাল বাদ জোহর গাংদী কবর স্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।জানাজায় অংশ নেন গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান,গোস্বামী দুর্গাপুরের বিশিষ্ট ব্যাক্তি আব্দৃস সালাম,গাংদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম,নির্বাহী সদস্য শাহাবুল ইসলাম,আলমডাঙ্গা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশির উদ্দিন এ্যাটম,সহকারি শিক্ষক আশরাফুল পান্না,সহকারি শিক্ষক আনিসুর রহমান সহ অত্র অঞ্চলের গন্যমান্য ব্যাক্তি বর্গ।জানাজা পড়ান মরহুমের সন্তান মৌলভী আবুল কাশেম।
এ জাতীয় আরো খবর ....