চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশন। বিভিন্ন স্থানে প্রায় দেড়শো কম্বল বিতরণ করে সংগঠনটি। গতকাল সোমবার এ কম্বলগুলো বিতরণ করা হয়।
বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের সহযোগিতায় এ কম্বল বিতরণের আয়োজন করে নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশন।
উপজেলার মোমিনপাড়া, বেনীপুর গ্রামসহ সোনামাসনা ইয়াতিমখানা, ভেরেন্ডী তা’লিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় কম্বলগুলো দেয়া হয়। এছাড়া শিবগঞ্জ উপজেলার উজিরপুরেও কয়েকজন দুস্থকে কম্বল দেয়া হয়।
গতকাল অতিথি হিসেবে বিভিন্ন স্থানে কম্বলগুলো তুলে দেন- নাচোল পৌরসভার মেয়র আবদুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি তানজিলা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, সহসভাপতি সাজিদ তৌহিদ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক ফারুক হোসেন ডন ।
এছাড়াও বিভিন্ন স্থানে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ইয়াতিমখানার সভাপতি সাবেক শিক্ষক শাহজাহান, প্রধান শিক্ষক, হাসিবুর রহমানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এর আগেও বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন নাচোল উপজেলার প্রত্যন্ত ৫টি গ্রামের ক্ষুদ নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে দুই শতাধিক কম্বল বিতরণ করেছিলেন।