সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি সম্মানিত সদস্য মো. নূরুল ইসলাম নূরুল (৫৯) সোমবার সকাল সাড়ে দশটায় ক্যান্সারে আক্রান্ত হয়ে ধর্মপাশা গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও এক সন্তান রেখে যান। ওইদিন বাদ আসর নামাজের জানাযা শেষে তার লাশ ধর্মপাশা গ্রাম মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এ জাতীয় আরো খবর ....