আলমডাঙ্গায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অসহায় দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা হাজী মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। কলেজিয়েট স্কুলের উপাধাক্ষ শামীম রেজার উপস্থাপানায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লোটাস জোয়ারদার প্রমুখ। গরিব অসহায় এবং দুস্থদের গৃহ নির্মাণ বাবদ ৯০ জনকে ৯০ বান ঢেউটিন এবং টিনের জন্য ৩ হাজার টাকা হিসেবে ২ লক্ষ ৭০ হাজার বরাদ্দ পাওয়া বরাদ্দেকৃত ঢেউটিন ও প্রত্যেককে একটি করে শীতবস্ত্র কম্বল অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সুলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।