মৌলভীবাজার জেলায় নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবার জেলায় মোট শিক্ষর্থী ২ লক্ষ ৭৭ হাজার ৩শ ৪২ জন। বই বিতরণ করা হবে ৩৬ লক্ষ ৫৭ হাজার ৬শ ৭২ জন শিক্ষার্থীকে।
রোববার (১ লা জানুয়ারি) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ। পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ।
আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয়ে ,মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করেন অতিথিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলা উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ছিবাহুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এসসয় জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,প্রতিবছর ১লা জানুয়ারি ‘বই উৎসবের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিকস্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
এ জাতীয় আরো খবর ....