দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় সম্প্রতি গরু চুরি বাড়ছে। চুরি আতংক অনেকে রাত জেগে পাহারা দিচ্ছে।জানা যায় উপজেলার পুটিমারা ইউনিয়নের দঃ জয়দেবপুর গ্রামের ধলুর বাড়ী থেকে গত শুক্রবার দিনগত রাত ২টি গরু ও ২ টি ছাগল চোরেরা চুরি করে। চুরি করা গরু ও ছাগল চোররা নিয়ে যেতে না পেরে সবগুলে একই গ্রামের জনৈক সাইদুলের খুলিয়ানে রেখে যায়। এর কয়েক দিন আগে প্রাণকৃঞ্চপুর গ্রামের মালেকের বাড়ী থেকে ১টি গরু চুরি হয়। পর সেটি মাঠ থেকে পাওয়া যায়।গত ২০ ডিসেম্বর দিনগত রাত টুলটুলি পাড়া গ্রামের বাবলুর বাড়ী থেকে ২টি গরু চুরি হয়। এছাড়াও ২/৩দিন পূর্বে আন্দলগ্রাম (চন্ডিপুর)গ্রামেও গরু চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্র জানা গেছে। গত ২২ নভেম্বর রাত ১০ টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট সড়কের নবাবগঞ্জ থানাধীন পরানদিঘী রাস্তার মোড় নামক স্থানে উপজেলার বড় তেতুলিয়া গ্রামের লিয়াকত আলীর ১টি অটোচার্জার ছিনতাই হয়েছে। গত ২৯ নভেম্বর দিনগত রাতে চুরি হয়েছ বেড়ামালিয়া গ্রামর আঃ মান্নান খদকারের গভীর নলকূপের ট্রান্সফরমার। এছাড়াও ছিচকে চুরির ঘটনা প্রতিনিয়তই ঘটছে।বেড়ামালিয়া গ্রামের নাম প্রকাশ অনিছুক এক গৃহস্থ জানান চুরির আতংক তাকে রাত জেগে গরু পাহারা দিতে হচ্ছে।
এ জাতীয় আরো খবর ....