দিনাজপুরর নবাবগঞ্জ সড়ক দূর্ঘটনায় মনিরুল ইসলাম(২৬) নাম এক শ্যালো মেশিনর ইঞ্জিন দ্বারা চালিত ট্রলির চালক নিহত হয়ছে।ঘটনাটি ঘটছে শুক্রবার ৩০ ডিসেম্ব সন্ধ্যা সাড় ৬ টার দিক উপজলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের আখিরা নামক স্থানে। নিহত মনিরুল উপজলার উঃ মুরাদপুর গ্রামর মানিক মিয়ার ছেলে। পুলিশ জানায় মনিরুল ভাদুরিয়া থেকে খড় বোঝাই ট্রলি দ্রুত গতিত নিয়ে যাওয়ার সময় ট্রলির চাকা পাংচার হলে নিয়ণ্ত্রন হারায়। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি মোটর সাইকলের ট্রলির সাথে মূখামূখি সংঘর্ষ হয়। এতে মনিরুল মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মোটর সাইকেলের চালক আরাহী ও ট্রলির হেলপারকে স্থানীয়রা নবাবগঞ্জ উপজলা স্বাস্থ কমপ্লক্সে নেয়।
এ জাতীয় আরো খবর ....