সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের ৫৩তম জন্মদিন উদযাপিত হয়েছে। আজ রোববার (১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজনৈতিক কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম দিদার,জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেল,ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোঘলক আহমেদ,শরীফ আহমেদ জুয়েল, তৈমুর আহমেদ, সুখাইড় উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইকরাম হোসেন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর,শাকিল মাহমুদ, সুনামগঞ্জ জেলা নবীন লীগের সভাপতি তাসিনুল হক নাফি, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাগর প্রমূখ।
জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । ১৯৬৯ সালের এই দিনে শামীম আহমেদ বিলকিস ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এলাকার সমাজ সেবায় সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন।