সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলার সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট,এর বার্ষিক সাধারণ সভা ও ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, যুগ্ম সম্পাদক আহমেদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক,সাবেক সভাপতি প্রফেসর ডাঃ আজিজুর রহমান,সাবেক সভাপতি হাজী এম এ মতিন,এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।
প্রথম অধিবেশন শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালিক একমাত্র প্যানেল থাকায় বিনা প্রতিদ্বন্দ্ধীতায় নির্বাচিত হন। কমিটির সদস্যরা হলেন যথাক্রমে,
সভাপতি বীর মুক্তিযাদ্ধা ডাঃ মৃগেন কুমার দাস,সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি মোঃ রুস্তুম খান,সহ সভাপতি লায়ন শামীম আরা বেবী।
সাধারণ সম্পাদক আহমেদ মাহবুব ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক আলী, অর্থ সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম,দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাস, প্রচার সম্পাদক শহীদুর রহমান স্বপন,ক্রীড়া সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু,সাংস্কৃতিক সম্পাদক অপরূপ শ্যাম বাপ্পী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ বাবুল সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদক করিমা বেগম,শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আশুক , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফজলুল হক সুহেল,আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমেদ. নির্বাহী সদস্য হাজী এম এ মতিন, এডভোকেট বদরুল আহমেদ চৌধুরী,সৈয়দ মহসিন হোসেন,মিজানুর রহমান খোকন,এডভোকেট সাইফুর রহমান রানা।