জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ এর সহযোগিতায় বৃহস্পতিবার ২২ ডিসেম্বর মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ এলাকা, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় হোটেল ও রেষ্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকি অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত পাঁচ ভাই হোটেলকে ৫ হাজার টাকা ও কলাপাতা রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
এ জাতীয় আরো খবর ....