কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় এবং উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প উত্তর ঠাকুরগাঁও বিডি-০২৩৯ এর প্রকল্প ব্যবস্থাপক নিরঞ্জন রায়ের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্ট উত্তর ঠাকুরগাঁওয়ে ২১ ডিসেম্বর (বুধবার) দুপুরে বড়দিন উপলক্ষে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্ট উত্তর ঠাকুরগাঁওয়ের সভাপতি পালক প্রদীপ কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবাস কুমার দাস পিডিএ কো-অর্ডিনেটর কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্ট। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালক লক্ষিন্দর সিংহ কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্ট আধারদিঘী।
এ সময় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, আলফ্রেড ডেভিড বিশ্বাস প্রকল্প ব্যবস্থাপক সরকার পাড়া বিডি-০২৬৬, আকচা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবলুর রহমান, মহিলা ইউপি সদস্য মোছাঃ ফুলজান বেগমসহ সকল এল, সি, সি কমিটির সদস্য, প্রকল্পের কর্মীবৃন্দ এবং সকল ছাত্র/ছাত্রীগন উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প উত্তর ঠাকুরগাঁও বিডি-০২৩৯ এর ২৫৫ জন ছাত্র/ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল, মগ, ছেলেদের, শার্ট ও প্যান্ট, ছোট মেয়েদের থ্রি পিস, ছোট শিশুদের সোয়েটার।
অনুস্থানটি সঞ্চালনায় ছিলেন, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প উত্তর ঠাকুরগাঁও বিডি-০২৩৯ এর প্রকল্পের শিশু সঞ্জয় রায় বিডি-০২৩৯০০১৬৮ এবং সেনকা বালা বিডি-০২৩৯০১০১০।