খুলনা রেঞ্জ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২২ উপলক্ষে খুলনা আরআরএফ কর্তৃক আয়োজিত আজ ২১ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা পুলিশ বনাম খুলনা জেলা পুলিশের মধ্যেকার টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের জয়লাভ হয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ টিমের অধিনায়ক এএসআই নিঃ রমেন কুমার সরকারের নেতৃত্বে সকল খেলোয়াড়গন ব্যাট, বল এবং ফিল্ডিং এর মাধ্যমে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে আজকের ম্যাচে ৪১ রানের অসাধারণ এক জয় দিয়ে টুনামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়। এই অর্জনে টিমের সকল খেলোয়াড়দের চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং আগামী কাল ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন। এসময়ে পুলিশ সুপার এক বার্তায় বলেন, যদি আপনারা নিজেদের সেরা খেলাটা করতে পারেন তাহলে ফাইনালে নিশ্চয়ই জয়ের পাল্লাটা আমাদের দিকে ভারি হবে।