কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় এবং উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প চোপড়াপাড়া বিডি-০২৫২ এর প্রকল্প ব্যবস্থাপক নবদ্বীপ রায়ের আয়োজনে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নে কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্ট চোপড়াপাড়ায় ২০ ডিসেম্বর (মংগলবার) দুপুরে বড়দিন উপলক্ষে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্ট চোপড়াপাড়ার সভাপতি পালক অধীর বায়েন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালক লক্ষিন্দর সিংহ কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্ট আধারদিঘী, এ সময় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান, ঢোলারহাট ইউপি’র মহিলা সদস্য নেপালী রায়, ইউপি সদস্য শাহজাহান আলীসহ সকল এল, সি, সি কমিটির সদস্য, প্রকল্পের কর্মীবৃন্দ এবং সকল ছাত্র/ছাত্রীগন উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গ উন্নয়ন প্রকল্প চোপড়াপাড়া বিডি-০২৫২ এর ২৫৫ জন ছাত্র/ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল, জ্যাকেট, শার্ট ও প্যান্ট।
অনুস্থানটি সঞ্চালনায় ছিলেন, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প চোপড়াপাড়া বিডি-০২৫২ এর শিক্ষক মিঃ লিটু আনাম এবং ছাত্রী বর্ষা রাণী।