খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব পবিত্র শুভ বড়দিনকে সামনে রেখে জেলা পুলিশের সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯ ডিসেম্বর সকাল ১১ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আব্দুল্লাহ্ আল-মামুন পুলিশ সুপার চুয়াডাঙ্গা । এসময় আরোও উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মুন্না বিশ্বাস সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) ও জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত সকল গীর্জার পুরোহিত/পালক/সভাপতি/সাধারণ সম্পাদকগণ।