১৫ ডিসেম্বর ১২টার সময় জেলা পুলিশ চুয়াডাঙ্গা আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার সদস্যের সন্তানদের মধ্যে যারা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে( A+) প্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী প্রদান করা হয়। এসময় পুলিশ সুপার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন( A+) প্রাপ্ত কৃতি সন্তানসহ তাদের অভিভাবগণকে ক্রেস্ট, নগদ অর্থ, সার্টিফিকেট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। তিনি কৃতি সন্তান ও তাদের অভিভাবকগণের বক্তব্য শ্রবণ করেন এবং নিজের অভিজ্ঞতার আলোকে সন্তানদের উচ্চতর শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জনে অনুপ্রাণিত করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), আমিনুল ইসলাম আরআই পুলিশ লাইন্স চুয়াডাঙ্গা সহ জেলা পুলিশের অফিসার ও ফোর্স এবং এসএসসিসমমান পরীক্ষায় সকল বিষয়ে (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।
এ জাতীয় আরো খবর ....