গতকাল ১৪ ডিসেম্বর বিকাল ৫ টা ৫০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা ১ আসনের এমপি
বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্ব,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন।
আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।