১৩ ডিসেম্বর সকাল ৯ টায় আলমডাঙ্গা দারুস সালাম কমপ্লেক্সে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন আলমডাঙ্গা থানা শাখার উদ্যোগে এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের ছাত্র বৃন্দ। প্রতিযোগিতারা ৪টি গ্রুপের( ক,খ,গ,ঘ)বিভক্ত হয়ে স্ব-স্ব গ্রুপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগীতায় “ক” গ্রুপে অংশগ্রহণ করেন ১-৫ পারা হেফজকারী ,”খ” গ্রুপে অংশগ্রহণ করেন ১-১০ পারা হেফজকারী, “গ” গ্রুপে অংশগ্রহণ করেন ১-২০পারা হেফজকারী, “ঘ” গ্রুপে অংশগ্রহণ করেন ১-৩০পারা হেফজকারী হাফেজরা।সকল গ্রুপ থেকে সর্বমোট ১১৩ কোরআনের হাফেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।প্রতি গ্রুপ থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৭ জনকে পুরস্কৃত করা হয়। রাজিয়া ইউনুস মেমোরিয়াল ট্রাস্টের, আলমডাঙ্গার সৌজন্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হাফেজ আকরামুল ইসলামের সঞ্চালনায়, নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত হাফেজ মাওলানা মাসুদ কামাল, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ মুরশিদুল আলম, ডাঃ মোঃ আনিসুর রহমান, হাফেজ মাওলানা নুর আলম, হাফেজ মাওলানা রেজওয়ান, হাফেজ ফুয়াদ হোসেন প্রমুখ। প্রতিটি গ্রুপে ১ম স্থান অধিকার সহ সর্বমোট ১০টি পুরস্কার পেয়ে বিশেষ সম্মানে ভূষিত হয়,আলমডাঙ্গা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর ছাত্র বৃন্দ।