শ্রীনগর উপজেলা হাসাড়া ইউপি ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মমিন তালুকদারের ছেলে আল-আমিন এর বিরুদ্ধে বিভিন্ন ভূয়া পদ/পদবী ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সুর্নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তিনি কখনও আইনজীবী,কখনও সাংবাদিক মানবাধিকার কর্মী আবার কখনও বা শিক্ষক, প্রকাশ্যে পরিচয় দিচ্ছেন জাতীয় পার্টির স্থানীয় নেতা হিসেবে। এক ব্যক্তির একাধিক কর্ম বা পদ/পদবী নিয়ে নয়, বিস্ময় হল বিভিন্ন কথিত পদ/পদবী ব্যবহার করে তার ব্যাক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষে কথায় কথায় থানায় জিডি বা আদালতে মামলা অন্যদিকে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে ভূয়া অভিযোগ প্রধান করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। নিজেকে গণমাধ্যম কর্মী দাবি করলেও তার ফেইসবুক আইডি সার্চ করে তেমন কোন সংবাদের দেখা না মিললেও, কিছু কূর্ণিশ করা তৈলাক্ত প্রতিবেদন ছাড়া সকল স্ট্যাটাস পর্যবেক্ষণ করলে তার বিশৃংখলা সৃষ্টির বিষয়টি অনুমেয় হবে। তিনি হাসাড়া কালিকিশোর স্কুল এন্ড কলেজের অবিভাবক প্রতিনিধি সদস্য হয়েও তার সমাধানের দিকে না হেটে নিয়মিত একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তার ফেইসবুকে আইডিতে বিশোধগারে লিপ্ত থাকায়, প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। তার দেওয়া ফেইসবুকে প্রতিটি বক্তব্য সমাজ রাষ্ট্র ও ব্যাক্তির জন্য হুমকি মুলক ও চরম ক্ষতিকারক। তার ফেইসবুক আইডিতে তিনি লিখেন, “যোগ্য লোকদের কে
অবমূল্যায়ন করে শুধু মাত্র ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সংগঠন করতে দেওয়া হবেনা। এলাকাবাসী নিয়ে প্রতিরোধ করা হবে”। বিভিন্ন কায়দায় আওয়ামীলীগে অনুপ্রবেশকারী কথিত সুবিধা বাদী কিছু ব্যক্তিগত শত্রুতা উদ্ধারে প্রশাসনকে ব্যবহার করতে চাচ্ছে!” ।”এলাকায় কথিত কিছু মুরব্বি আছে যারা এলাকায় থাকেন না এবং এলাকায় তাদের কোন অবদান নাই”।” আমাদের এলাকার গরীব অসহায়দের টাকা পয়সা যারা বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেছে,তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে”। অবস্থা দৃষ্টে প্রতীয়মান গণমাধ্যম কর্মী পরিচয় দিলেও ফেইসবুকে ঘৃণা বিদ্ধেষ ও আইন বিরোধী বক্তব্য ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যাক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়মিত হুমকি দিয়ে আসছেন এই আলামিন। তিনি জাতীয় পার্টির রাজনীতিতে ইউনিয়নে সক্রিয় হলেও এলাকায় তার মন মত আওয়ামী কমিটি না হলে এলাকাবাসী নিয়ে প্রতিরোধ ও দমন করার হুমকি দিচ্ছেন বার বার। তিনি এলাকায় দীর্ঘদিন সংবাদ কর্মী পরিচয় বহন করলেও স্থানীয়রা তা মেনে নিতে নারাজ।সাম্প্রতিক সময়ে তিনি হাসাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন মুকুলের বিরুদ্ধে তাকে হুমকির অভিযোগ তুলে থানায় ১৭৫নং নাম্বারে একটি সাধারন ডায়রী করেন। সাধারন ডায়রীতে তিনি উল্লেখ্য করেন, মুকুলের উস্কানিতে তার সহযোগীরা নানা মাধ্যমে হুমকি দিচ্ছেন, অন্যত্র বলেন,বিভিন্ন মাধ্যমে তার অপ-প্রচার চালাচ্ছেন, কিন্তু অপ-প্রচারের বা হুমকির কোন মাধ্যমের কথাই তিনি সাধারণ ডায়রীতে উল্লেখ্য করেননি। যেখানে মুকুলের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে থানায় জিডি দায়ের হলে সেখানে সরকারদলীয় ও সামাজিক বিশৃঙ্খলা মুলক নানা অপ-প্রচার তার ফেইসবুক আইডি যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান স্থানীয় ভূক্তভোগী জসিম উদ্দিন মুকুলসহ হাসাড়া ইউনিয়নের জনসাধারণ। এ ব্যাপারে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মোয়াজ্জেম বলেন, সাংবাদিকতার বাহিরেও তার ব্যাক্তিগত কাজকর্ম রয়েছে। এই বিষয়টা একান্তই তার ব্যাক্তিগত বিষয়। এটা উপজেলা প্রেসক্লাবের কোন বিষয় না।