দিনাজপুরের নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যানঘেষা ঐতিহাসিক আশুরার বিলে আসন্ন বোরো মৌসুমে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন চাষীরা।ইতিমধ্যে বোরো চারা রোপন যোগ্য হয়েছে।ঐসব চারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ক্যানেলে প্রবাহিত পানির ধারা চলমান রাখতে শত-শত চাষী আবর্জনা পরিস্কারে কাজে নেমেছে।বুধবার ৭ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় বিল এলাকায় চাষীরা একত্রিত হয়ে জমি এবং ক্যানেল সংস্কারের কাজ করছেন।সেখানেই তারা তাঁবু খাটিয়ে অবস্থান নিয়ে রান্না-খাওয়ার ব্যবস্থাও করেছে।চাষী নেতা রেজাউল ইসলাম, মোসলেম উদ্দিন সহ কয়েকজন চাষী জানান ইতিমধ্যেই আমাদের বোরো চারা রোপণ যোগ্য হয়েছে।আগামী ৮/১০ দিনের মধ্যেই রোপণ কাজ শুরু হবে।তারা আরো জানায় ঐ জমি তারা তাদের পুর্বপুরুষের আমল থেকেই চাষাবাদ করে আসছে।তাদের ভাষায় প্রধানমন্রী শেখ হাসিনা বলেছেন আবাদি জমি কোন ভাবেই নষ্ট বা ফেলে রাখা যাবেনা।সেই লক্ষ্যে আমরা খাদ্য উৎপাদনে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছি।
এ জাতীয় আরো খবর ....