চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ)মোঃ সুজন আলী, এএসআই(নিঃ)তুহিন হোসেন, এএসআই(নিঃ)মো: হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর বাজারস্থ বাইতুল মামুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ০৭ ডিসেম্বর ভোর ০৫টা ২০ মিনিটের সময় ৩৪ (চৌত্রিশ) বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ২ জন আসামিকে আটক করে। আকৃত আসামিরা হলেন আকন্দবাড়ীয়ার মোঃ গোলাম রসুলের ছেলে মো আশরাফুল ইসলাম (৪০) অপর আরেকজন আসামি সুলতানপুর ্গ্রামের লিয়াকত আলীর ছেলে মহিদুল ইসলাম মহির (৩৫)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে নিশ্চিত করেছে।