চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চুয়াডাঙ্গার অফিসার ইনচার্জ শেখ সফিকুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সোহেল রানা, এসআই (নিঃ)মোহাম্মদ শিহাব উদ্দীন, এএসআই(নিঃ)শ্রী রমেন কুমার সরকার, এএসআই(নিঃ)মোঃ সাজদার রহমান, এএসআই (নিঃ)আহসান কবীর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন মোহাম্মদপুর গ্রামস্থ দর্শনা পৌরসভার কেরু এন্ড কোম্পানির জিয়া গেটের বিপরীতে মোহাম্মদপুর গ্রামে প্রবেশ রাস্তার সামনে থেকে ০৮ ডিসেম্বর বৃহস্পতিবার আমদানী নিষিদ্ধ ৪৫ বোতল ফেনসিডিলসহ মো ইসলাম হালদার(৩৫) কে আটক করে এসময় তার হাতে থাকা প্লাস্টিকের সাদা ব্যাগ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করে। আটকৃত আসামি দর্শনা পৌরসভার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।
এ জাতীয় আরো খবর ....