ঢাকার কেরানীগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা হল
রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিন) সহকারী কমিশনার(ভূমি) আমেনা মারজানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোঃ বাহাউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মুনছুর আহমেদ। এ কর্মশালায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ে আলোচনা করা হয়।