আলমডাঙ্গা উপজেলা আলোকিত ৭১ বন্ধু সংগঠনের সাংগঠনিক সম্পাদক বন্ধু ডাক্তার আলী আকবর আকুর ৬৯ তম জন্মদিন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ সময় জন্মদিন উপলক্ষে আলতায়েবা মোড়ে অফিস কক্ষে কেক থেকে জন্ম উৎসব পালন করা হয়। জন্ম দিবসে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলোকিত ৭১ বন্ধু সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আলোকিত একাত্তর বন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম সাবেদ আলী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রবীণ শিক্ষক আপিল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও আলোকিত ৭১ বন্ধু সংগঠনের প্রচার সম্পাদক খন্দকার শাহ আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত, সাবেক ডাউকি ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মন্টু, কবি আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রহমান,আসলাম উদ্দিন বিশু,ওসমান গনি বিস্কুট প্রমুখ।