আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠ পাড়ায় অসহায় কৃষক ওমর আলীর বসতবাড়ি বিদ্যুৎ স্পর্শে পুড়ে ছায়, ৫ লক্ষ টাকার ক্ষতি, এখন শুধুই খোলা আকাশ।জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ড গোবিন্দপুর মাঠ পাড়ার মৃত সেকেন্দার মন্ডলের ছেলে ওমর আলীর বসতবাড়িতে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এসময় বাড়িতে কেউ ছিল না। টিভি,ফ্রীজ,জামাকাপড়, নগদ ১ লক্ষ টাকাসহ সমস্ত আসবাব পত্র শেষ। খবর পেয়ে বাড়ির মালিক,প্রতি বেশি ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে সব শেষ। ক্ষতিগ্রস্থ ওমর আলী এ প্রতিবেদককে বলেন আমার নিজের বলতে কিছু নাই,আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। আমি এখন কি করব। আমার মাথা গোজার ঠায়টুকু নেই।আমার মাথার উপরে খোলা আকাশ। চোখে শুধুই অন্ধকার দেখছি। হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও।আমি উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যান,মেয়র,কমিশনারসহ বৃত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমার ২ মেয়ে ১ ছেলে ও স্ত্রী নিয়ে অসহায় হয়ে গেছি।
ছবিঃ আগুনে ক্ষতিগ্রস্থ দম্পতি
এ জাতীয় আরো খবর ....