মঙ্গলবার (৬ ডিসেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি এলাকায় গরু চুরি করার সময় চোরাই দুটি গরুসহ দুই গরুচোরকে আটক করা হয়েছে।
জুড়ী উপজেলার বটুলী গ্রাম থেকে গতকাল রাতে দুইটি চোরাই গরুসহ সালাম মিয়া (৩৫) ও আলাউদ্দিন(৩২) নামে দুজনকে আটক করা হয়।
জুড়ী থানা পুলিশ জানায় , মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের জনৈক গিয়াস উদ্দিন এর বাড়ীর গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি হয়। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ চোরাই গরুসহ দুজনকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা পেশাদার চোর বলে জানা যায়।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আলাদতে সোপর্দ করা হয়েছে।