চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দামুড়হুদা মডেল থানাধীন নাটুদহ পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার বোয়ালমারী গ্রামের তালসারী মোড় থেকে গতকাল ০৭ ডিসেম্বর আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময়
দুইজনকে আটক করে এসময় তাদের কাছে থাকা মোটর সাইকেল এবং তাদের কাছ থেকে আটচল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। আটকৃত আসামিরা হলেন কুতুবপুর গ্রামের মৃত মক্কর আলীর ছেলে মোঃ জিয়ারুল ওরফে জিয়া(৪০) অপর আরেকজন আসামি হলেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার কদমতলা গ্রামের আকমল হোসেনের ছেলে মোঃ জহিরুল ইসলাম (২৮)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রুজু করা হয়েছে বলে থানা সুত্রে নিশ্চিত করে।