কক্সবাজারের রামুতে সূর্যের হাসি যুব সংঘের উদ্যোগে ও দক্ষিণ মিঠাছড়ি প্রবাসী ফোরামের সহযোগিতায় ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সবংর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার, ৪ ডিসেম্বর সকালে দক্ষিণ মিঠাছড়িস্থ সূর্যের হাসি যুব সংঘের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
সূর্যের হাসি যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক বুলবুলের সভাপতিত্বে সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা। বিশেষ অতিথি ছিলেন সূর্যের হাসি যুব সংঘের সদ্য সদস্য আমেরিকা অভিবাসী আবুল কায়সার, দক্ষিণ মিঠাছড়ি প্রবাসী ফোরামের উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম, এপেক্স ক্লাব অব রামুর চেয়ারম্যান মাস্টার জামাল হোসাইন চৌধুরী, দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাস্টার মুজিবুর রহমান সহ অন্যান্যরা।
নুরুল আবছার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সূর্যের হাসি যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এরশাদ উল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ইয়াসিন মনির সোহাদ, উম্মে সাদিয়া সিদ্দিকা নূরী, মাস্টার জামাল হোসাইন চৌধুরী, মাস্টার মুজিবুর রহমান, আবুল কায়সার। অনুষ্ঠানে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন থেকে এবারের এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।